parbattanews

চকারিয়ার বদরখালী জেটিতে যাত্রীবাহী লঞ্চ ডুবি, শিশুসহ আহত ১৫

চকোরিয়া প্রতিনিধি:

চকরিয়া উপজেলার বদরখালী জেটিঘাটে যাত্রীবাহী লঞ্চ ডুবে নারী ও শিশুসহ ১৫ যাত্রী আহত। প্রায় লাখ টাকা মূল্যের মালামালের ক্ষয়ক্ষতি।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকের উল্লাহ মালিকানাধীনএমবি সাকিব’ লঞ্চটি প্রতিদিনের ন্যায় সকাল ৮টায় কক্সবাজার কস্তুরা ঘাট থেকে যাত্রী নিয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।

পরে লঞ্চটি বদরখালী নৌঅভ্যন্তরীণ জেটিঘাটে নোঙর করে বদরখালী বাজার থেকে প্রায় ৭০/ ৮০ বস্তা মালামাল নিয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়ার সময় এক পাশে কাত হয়ে যায়।

এসময় ঘাটে নোঙরে থাকা মাছ ধরার ট্রলার জেটিতে থাকা লোকজন গিয়ে যাত্রীদের উদ্ধার করে আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

এ রিপোর্ট  লেখা পর্যন্ত লঞ্চটি উদ্ধার করতে বদরখালী নৌপুলিশ ফাঁড়ি মহেশখালী কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Exit mobile version