চট্টগ্রামের মেয়েদের ৫-০ গোলে হারিয়ে ফাইনালে খাগড়াছড়ির মেয়েরা

fec-image

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ফাইনালে উঠলো খাগড়াছড়ি জেলা (অনুর্ধ্ব-১৭) বালিকা ফুটবল দল।

রোববার (২২ আগস্ট) বিকালে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন বালিকা অনুর্ধ্ব-১৭ দলকে ৫-০ গোলের হারিয়ে পরাজিত করে তারা।

খেলায় খাগড়াছড়ি জেলা বালিকা ফুটবল দলের হয়ে কিতিং ত্রিপুরা ১গোল, সেনাবি চাকমা ১ গোল, থুইমুনু মারমা ১ গোল, ক্রানুচিং মারমা ১ ও পাইমাচিং মারমা ১ গোল করেন।

আগামী মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর আড়াই টায় ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া বালিকা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে খাগড়াছড়ির জেলার বালিকা দল।

এদিকে সেমিফাইনালে বিজয়ী হওয়ার সংবাদের পর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাসসহ খাগড়াছড়ির বিশিষ্টজন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে রাঙামাটি বালিকা দলের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে ৬-১ গোলে বড় ব্যবধানে বিজয়ী হওয়ায় জেলা প্রশাসক ৫০ হাজার টাকা পুরষ্কার হিসেবে প্রণোদনা ঘোষণা দিয়ে, তা ইতোমধ্যে খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছিলেন।

এছাড়াও ফাইনালে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হলে জেলা প্রশাসক আরো ২ লাখ ৫০ হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন