parbattanews

চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দলে পানছড়ির ইমন ও অমিক

পানছড়ি প্রতিনিধি:

চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দলে জায়গা করে নিয়েছে পানছড়ির দু’তরুণ ফুটবলার জোবায়ের ইমন ও অমিক চাকমা।

ইমন পানছড়ি তালুকদার পাড়ার মো. লোকমান হোসেন ও অমিক লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমার ছেলে।

দু’জনেই পানছড়ি ফুটবল একাডেমির সদস্য ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র।

জানা যায়, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে বিভাগীয় অনুর্ধ্ব’১৫ ফুটবল দল গঠনের জন্য খেলোয়াড় বাছাইয়ের লক্ষে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই করা হয়।

বিভাগীয় দলে সর্বমোট ১৬ জনকে মূল দলে রাখা হয়।

পানছড়ির ইমন ও অমিক পুরো খাগড়াছড়ি জেলার প্রতিনিধিত্ব করছে।

আগামীকাল ১১ এপ্রিল (বৃহষ্পতিবার) ঢাকা শারীরিক শিক্ষা কলেজ মাঠে চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগের মোকাবেলা করবে বলেও জানা যায়।

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা ও অর্থ সম্পাদক (ফুটবল কোচ) ক্যাহলাচাই চৌধুরী জানান, পানছড়ির মতো প্রত্যন্ত এলাকায় ফুটবল একাডেমি চালু রয়েছে। এই একাডেমি চালুর পর থেকেই জেলা দল, বিভাগীয় দল এমনকি বয়স ভিত্তিক জাতীয় দলেও পানছড়ির খেলোয়াড়রা সফলতা পাচ্ছে। এই একাডেমিতে অনেক উদীয়মান ক্ষুদে ফুটবলার রয়েছে যারা ভবিষ্যতে অনেক ভালো করবে

এই একাডেমি চালু রাখতে সকলের সার্বিক সহযোগিতা দরকার বলেও তারা মনে করেন।

ইমন ও অমিক একাডেমির পরিচালক শাহজাহান কবির সাজু ও কোচ ক্যাপ্রুচাই মারমার নিকট কৃতজ্ঞতা জানিয়ে উপজেলাবাসীর নিকট দোয়া চেযেছেন।

Exit mobile version