parbattanews

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কটেজে পাহাড়ি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

অনিক চাকমা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এস আলম কটেজ থেকে অনিক চাকমা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১টায় কটেজের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। এ সময় তার টেবিলে কয়েক পৃষ্ঠার নোট পাওয়া গেছে।

অনিক চাকমা বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মোহনলাল চাকমার ছেলে তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম জানান, ‌‘দুপুর পৌনে ১২টার দিকে এস আলম কটেজের তিন-চার জন শিক্ষার্থী প্রক্টর অফিসে এসে বিষয়টি জানান। আমরা গিয়ে ভেতর থেকে দরজা-জানালা আটকানো দেখি। জানালার ফাঁক দিয়ে দেখা যায়, তিনি কক্ষের সিলিং ফ্যানে ঝুলছেন। পরে বিশ্ববিদ্যালয় মেডিক্যালের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়বের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।’

তিনি আরও জানান, অনিক চাকমার টেবিলে কয়েক পৃষ্ঠার নোট পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন—এমন কিছু নোটে লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

Exit mobile version