parbattanews

চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা শুরু

টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল হাই, পিএসসি-জি

‘সুস্থ্য দেহ সুন্দর মন, ক্রীড়াই জীবন, মৈত্রীর বন্ধন’ এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির যামিনীপাড়া জোন সদরে শুরু হয়েছে চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা।

রোববার (১৮ আগস্ট) টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল হাই, পিএসসি-জি। ২৩, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র যামিনীপাড়া জোনের ব্যবস্থাপনায় ১৩টি বিজিবি ব্যাটালিয়নের খেলোয়াড়রা এতে অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যামিনীপাড়া বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুল হক, গুইমারা সেক্টরের জিটুআই মেজর মো. হামিদুর রহমান, যামিনীপাড়া জোনের উপ-অধিনায়ক মেজর সৈয়দ আনসার মোহাম্মদ কাওছার, পিএসসি, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আ স ম নাহিদুল ইসলাম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন শেষে  গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল হাই, পিএসসি-জি বলেন, খেলাধুলা শুধু শৌর্যবীর্যই দান করেনা, মনেও উৎকর্ষ সাধন করে। খেলাধুলা আধিকাল থেকেই জাতিতে জাতিতে স্থাপন করেছে এক বন্ধুত্বের বন্ধন, যুদ্ধ বয়ে আনে ধ্বংসলীলা আর খেলাধুলা বয়ে আনে অনাবিল শান্তি। কোন প্রতিযোগীতায় জয়-পরাজয় বড় কথা নয়, সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।

উদ্বোধনী খেলায় স্বাগতিক ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নকে, ৮ বিজিবি ৩৭ বিজিবিকে এবং ৩২ বিজিবি ৪৫ বিজিবিকে পরাজিত করে।

আগামী ২১ আগষ্ট বিজিবির দক্ষিন-পুর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আমিরুল ইসলাম শিকদার, বিজিবিএম, পিবিজিএম, জি প্লাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা শেষে পুরষ্কার প্রদান করবেন।

Exit mobile version