parbattanews

চন্দ্রঘোনার লিচুবাগানে আগুনে পুড়েছে ৩ টি ঘর : ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা

চট্রগ্রাম রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগান বনগ্রাম কুষ্ঠ হাসপাতালের বিপরীতে ভয়াবহ আগুনে পুড়েছে ৩ টি বসতবাড়ি। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত পৌণে তিনটায় আগুন লাগে। আগুনে হাফেজ মাহাবুবুর রহমানের ৩ টি মাটির ঘর পুড়ে যায়। ঐ ঘরে জীবন বিশ্বাস, মন্জু ঘোষ, রাশেদের মার(নাম জানা যায়নি) পরিবার ভাড়া থাকতো। আগুনে ঐ ৩টি পরিবারের সমস্ত কিছু পুড়ে যায় বলে জানান তারা।

ভাড়াটিয়া জীবন বিশ্বাস জানান, তার ঘরে একটা সমিতির নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং তার শশুরের ৬০ হাজার টাকা ছিলো। সেগুলো বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত জানান, আগুন লাগার পর প্রথমে স্থানীয় জনগণ আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে রাত সোয়া ৩টায় রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন হাওলাদারের নেতৃত্বে ১ টি ইউনিট এসে আগুন নেভাতে সহায়তা করেন এবং রাত সাড়ে তিনটায় কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারীর নেতৃত্বে ২ টি ইউনিট এসে যোগ দেন। রাত ৩.৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, বনগ্রাম আসমা ফার্নিসার এর গোডাউন হতে আগুন এর সুত্রপাত হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি বলেন, আগুন লেগে প্রায় সব নিশ্বেস হয়েছে, বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এ শীতের প্রকোপের মধ্যে।

Exit mobile version