parbattanews

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের বৃহস্পতিবার ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে সর্বমোট রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৯৭লাখ ৬৩ হাজার ৪১৬ টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৯৭ লাখ ৬০ হাজার ৩৬৬ টাকা। স্থিতি রয়েছে ৩ হাজার ৫০ টাকা। ইউনিয়ন পরিষদে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চ্যঙ্গা জটিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তঞ্চ্যঙ্গা, চন্দ্রঘোনা ইউপির সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা, জেলা আ’লীগ শ্রম সম্পাদক মো. হানিফ , উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এম ইসমাইল ফরিদ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সুধীর তালুকদার , উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দীন সুমন , চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. ইলিয়াছ,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ফজলুল কাদের মানিকসহ সকল ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হোল্ডিং ট্রাক্স সহ রাজস্ব আয়ের পরিধি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। যেহেতু অত্র ইউনিয়নে রাজস্ব আয় ও হোল্ডিং ট্যাক্স আদায়ের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Exit mobile version