parbattanews

চবির নবনিযুক্ত উপাচার্য ড. ইফতেখারকে পিবিসিপি’র ফুলেল সংবর্ধনা

PBCP-Photo copy
প্রেস বিজ্ঞপ্তি:
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

শনিবার দুপুর ২টার সময় উপাচার্যের নিজ কার্যালয়ে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান খান ও চবি শাখার সভাপতি খোরশেদ আলম ফিরোজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এসময় নেতৃবৃন্দ উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরীকে সংগঠন হতে প্রকাশিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ‘গিরিপথ’ নামক ম্যাগাজিন উপহার দেন।

সংবর্ধনা পেয়ে তিনি পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. আতিকুর ইসলাম, চবি শাখার সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার উল্লাহ, যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মোছা. ফারজানা আক্তার, আইন বিষয়ক সম্পাদক মো. রুহূল আমিন, সহ-অর্থ সম্পাদক মো. রবিউল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান, জয়, শাহজালাল প্রমুখ।

Exit mobile version