চলমান সংকট নিরসনে পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে জোরালো ঐক্য গড়ে তুলতে হবে- ওয়াদুদ ভুইয়া

2013-08-18 15.08.05

মুজিবুর রহমান ভুইয়া :

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া পাহাড়ের চলমান সংকট নিরসনে পাহাড়ী-বাঙ্গালী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেছেন, পাহাড়ে জুড়ে আজ অস্থিরতা বিরাজ করছে। পাহাড়ের চলমান সংকট নিরসনে পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে আস্থা, বিশ্বাস ও বন্ধুত্বের ভিত্তিতে জোড়ালো ঐক্যের প্রয়োজন। এবং আগামীদিনে বসবাস উপযোগী সমাজ গঠনে কাজ করতে হবে।

তিনি আজ রবিবার জেলার গুইমারা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভায় উপরোক্ত কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গুইমারা থানা বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ, গুইমারা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন৷

তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের ইন্দনে কিছু সশস্ত্র আঞ্চলিক সংগঠন পাহাড়ে সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে এবং পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর গভীর ষড়যন্ত্র করছে৷ তাই সকলকে সর্তক থেকে আওয়ামীলীগ সরকার এবং সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর হীন কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলে পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে হবে৷

তিনি তৃনমুল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করে আগামী জাতীয় নির্বাচন ও চুড়ান্ত আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান৷

সভায় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, জেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন দিপ্ত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন