parbattanews

চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে- ব্রি. জে. স. ম. মাহবুবুল আলম

Capture

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়িস্থ ২০৩ ব্রিগ্রেডের কমাণ্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল স. ম. মাহবুবুল আলম বলেছেন, পার্বত্যবাসীর উদ্দেশে বলেন, আপনার গুজবে কান দিবেন না। শান্তি সম্প্রীতি বজায় থাকলে উন্নয়ন সম্বব হবে।

তিনি বলেন, শুনলাম সন্ত্রাসী গ্রুপগুলো রাস্তায় গাড়ী থামিয়ে ব্যাপকহারে চাঁদাবাজি করছে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এলাকার সচেতন মানুষ সহযোগিতা করলে সন্ত্রাসীদের কর্মকাণ্ড নির্মূল করা সম্ভব হবে।

রিজিয়ন কমান্ডার রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোনের উদ্যোগে মঙ্গলবার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৩৯ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্ণেল রবিউল ইসলাম সিগন্যাল, ৫৪ বিজিবি জোন কমান্ডার মো. মাহমুদুননবী, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান রড়ঋষী চাকমা, উপজেলা নিবাহী কর্মকর্তা সুমন চৌধুরী, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এস এম আজিজুল হক, ভাইস চেয়ারম্যান দিপ্তীমান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি হাজি মো. মুন্সি মিয়া, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, কাচালং ডিগ্রীকলেজের প্রিন্সিপাল স্বপন কুমার দাশ, ভাইস প্রিন্সিপাল দেব প্রসাদ দেওয়ান, প্রভাষক লালন বিহার চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মাবুদ, রুপকারী ইউপি চেয়ারম্যান পারদর্শী চাকমা ও মারিশ্যা ইউপি চেয়ারম্যান টন্টুমনি চাকমা প্রমুখ।

মতবিনিময় শেষে ব্রিগ্রেড কমান্ডার অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল, সেলাই মেশিন, ঢেউটিন বিতরণ করেন।

 

Exit mobile version