parbattanews

চাঁদা না দেওয়ায় খাগড়াছড়িতে শিক্ষকের আম বাগান কাটলো সন্ত্রাসীরা

Khagrachari Pic 04 (2) copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় খাগড়াছড়িতে এবার শিক্ষকের আম বাগান কেটে সাবাড় করলো ইউপিডিএফ’র সন্ত্রাসীরা। বাগান মালিক খাগড়াছড়ির বাসিন্দা রাশেদুল হক। তিনি বর্তমানে রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক। ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ি সদরের অদুরে আলুটিলা পর্যটন সংলগ্ন এলাকায়।

বাগানের মালিক শিক্ষাবিদ মো. রাশেদুল হক জানান বেশ কিছুদিন ধরে ইউপিডিএফ’র নাম দিয়ে এক ব্যক্তি মোবাইলে তার ছোট ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি তার ছোট ভাই তাকে (রাশেদুল হককে) জানালে তিনি সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাপ করবেন বলে জানিয়ে দেন। কিন্তু এর মধ্যে বুধবার সকালে বাগানে গিয়ে দেখেন, তার আম্রপলি বাগানের অধিকংশ গাছ কাটা।

রাশেদুল হক জানান, বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন এবং  তিনি আইন অনুযায়ী এগুবেন বলেও তিনি জানান।

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দীন জানান তিনি বিষয়টি শুনেছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা দিলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Exit mobile version