parbattanews

চাঁদা না দেয়ায় রাঙামাটিতে ট্রাক থামিয়ে বীজে আগুন দিলো পাহাড়ী সন্ত্রাসীরা

টডপড

নিজস্ব প্রতিবেদক:

চাঁদা না দেয়ায় ট্রাক থামিয়ে বীজে আগুন দিয়েছে পাহাড়ী সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত ১০ টায় ৩ সদস্যের পাহাড়ী সন্ত্রাসী গ্রুপ  রাঙামাটির বরাদম এলাকায় একটি টিক কাজের বীজ বহনকারী (ট্রাক নং চট্ট মেট্রো- ১১: ৫২৯৭) থামিয়ে চাঁদা দাবী করে। এসময় ড্রাইভার খাগড়াছড়ি চেকপোস্ট থেকে কাটা ৩৫০ টাকার একটি চাঁদার রশিদ দেখায়।

এই চাঁদার টোকেন দেখে সন্ত্রাসী গ্রুপটি ড্রাইভারকে জানায়, একটি তাদের গ্রুপের দেয়া সঠিক টোকেন নয়। ফলে ড্রাইভার তাদের চাঁদা দিতে স্বীকার করে। তবু সন্ত্রাসী ট্রাক থেকে বীজের বস্তা নামিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ট্রাক মালিক কক্সবাজারের উখিয়া থেকে ৩ টন বীজ বহন করে আনছিলো। এর ২ টন খাগড়াছড়িতে ও ১ টন রাঙামাটিতে সরবরাহের কথা ছিলো। এসব বীজের আনুমানিক দাম ১ লাখ টাকা। নিরাপত্তা সূত্রগুলোর ইউপিডিএফের সন্ত্রাসী গ্রুপ এ ঘটনার জন্য দায়ী হতে পারে।

Exit mobile version