parbattanews

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে মুসলমানরা প্রথম রমজান পালন করবে। আজ থেকে তারাবির নামাজ আদায় করবে মুসল্লিরা।

আজ শনিবার ইসলামিক ফাউন্ডেশনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইসলামিক ফাউন্ডেশন আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে শুরু হচ্ছে রমজান মাস। আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে (রমজানের ২৭তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন এনটিভি অনলাইনকে বলেন, রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল থেকে প্রথম রোজা শুরু হচ্ছে।

আজ শনিবার রাতেই এশার নামাজের পর তারাবি নামাজ শুরু হবে। রোজা রাখতে শেষরাতে সেহরি খাবেন মুসলমানরা। ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় রাত ৪টা ২৭ মিনিট। রোববার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১৯ মিনিট।

Exit mobile version