parbattanews

চাকরির পিছনে না ঘুরে নিজের কর্মসংস্থান নিজে গড়বো: পাচউবো চেয়ারম্যান

চাকরির পিছনে না ঘুরে নিজের কর্মসংস্থান নিজে গড়বো বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

সোমবার (৩ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মিলনায়তনে কম্পিউটার পার্কের আয়োজনে অফিস অ্যাপ্লিকেশন কোর্সের প্রক্ষিণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হবো আমরা। কারণ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।

চেয়ারম্যান আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতির অঞ্চলে পরিণত হোক। এখানে সম্প্রীতি যত বেশি বজায় থাকবে এ অঞ্চল তত উন্নত, সমৃদ্ধশালী এলাকায় পরিণত হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে তিন পার্বত্য জেলার আইসিটি খাতকে আরও শক্তিশালী করা হবে এবং এখান থেকে প্রশিক্ষণার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

কম্পিউটার পার্কের উপদেষ্টা নয়ন কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার পার্কের পরিচালক পংকজ কান্তি শীল। এসময় প্রতিষ্ঠানটির সিইও শংকর শীলসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য পরবর্তী ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সমাপনী সনদ ও ক্রেস্ট বিতরণ করেন আগত অতিথিরা।

Exit mobile version