চাকসু নির্বাচনে প্রাথমিক বাজেট ৬০ থেকে ৭০ লাখ টাকা

fec-image

চাকসু নির্বাচনে প্রাথমিক বাজেট ৬০ থেকে ৭০ লাখ টাকা আপাতত হিসাব রাখা হয়েছে। এটি আরও বাড়তে পারে। কেননা শেষ পর্যন্ত কতজন প্রার্থী হবেন, কয়টি ব্যালট পেপার ছাপাতে হবে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্র থেকে ফলাফল ঘোষণা—সব ধাপেই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা রাখা হবে। এ জন্য ক্যাম্পাসজুড়ে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, যাতে ভোট গ্রহণ ও গণনাপ্রক্রিয়া নিয়ে পরবর্তী সময়ে কোনো অভিযোগ উঠলে প্রমাণ রাখা যায়। ফলাফল তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের দেখাতে স্থাপন করা হবে ১৪টি এলইডি মনিটর। দরপত্রের মাধ্যমে এসব মনিটর বসানো হবে। খরচ হবে প্রায় ১০ লাখ টাকা।

এ ছাড়া ব্যালট পেপার ও ব্যালট বাক্স তৈরি, ওএমআর মেশিনে ফলাফল গণনা, বুথ স্থাপন, পরিবহন, নিরাপত্তা ব্যবস্থাপনা, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক–কর্মচারীদের সম্মানী—সব মিলিয়েই বাজেট ধরা হয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে। এ নির্বাচনে ভোট দেবেন প্রায় ২৭ হাজার শিক্ষার্থী। ইতিমধ্যে ১ হাজার ১৬২ শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফলে এত দিনের প্রত্যাশিত আয়োজন ও বিপুলসংখ্যক ভোটার সামনে রেখে নির্বাচনী বাজেট কত দাঁড়াবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) এক কোটি টাকার বেশি খরচ হয়েছে।

আগামী ১২ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। ভোটারের নিরাপত্তা, অংশগ্রহণ ও আস্থা নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। এ জন্যই খরচের প্রতিটি খাত খুঁটিয়ে পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন আয়োজনে কত টাকা খরচ হবে, তা ভোট গ্রহণের পর প্রকাশ করা উচিত। এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে না।

চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম হলো শাটল ট্রেন। প্রতিদিন ১ জোড়া শাটল ৯ বার যাওয়া-আসা করে। তবে ভোটের দিন প্রতি ঘণ্টায় ট্রেন থাকবে। এটির জন্য আলাদা বরাদ্দ নির্ধারণ করা হবে।

উৎস : প্রথম আলো অনলাইন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চবি, চাকসু, চাকসু নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন