চাকসু নির্বাচন : মনোনয়ন ফরম নিলেন ১ হাজার ১৬২ জন

fec-image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন বিতরণের সময় একদিন বাড়ানো হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) বর্ধিত দিনে ফরম সংগ্রহ করেছেন আরও ৭৩ জন। এনিয়ে মোট ১ হাজার ১৬২ জন মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানান জানান চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।

গতকাল তিনি জানান, এখন পর্যন্ত মোট ১ হাজার ১৬২ জন মনোনয়ন সংগ্রহ করেছে।

মঙ্গলবার মনোনয়ন সংগ্রহের শেষ সময় থাকলেও ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে একদিন সময় বাড়ানো হয়। ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন সংগ্রহের সময়। বর্ধিত দিনে আরও ৭৩ জন মনোনয়ন সংগ্রহ করেন। এছাড়া মোট ৩৭১ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দেন। আশা করছি আগামীকাল শেষ দিনে নির্ধারিত সময়ে বাকিরাও তাদের মনোনয়ন জমা দিতে পারবেন।

এদিকে চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে দেখা দিয়েছে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে ক্লাস রুম সব জায়গায় চলছে চাকসু নির্বাচন নিয়ে আলোচনা। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের দাবি, সৎ এবং যোগ্য প্রার্থীই হবেন চবির ২৭ হাজার শিক্ষার্থীর একমাত্র কণ্ঠ।

ঘোষিত তফশিল অনুযায়ী, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ১২ অক্টোবর ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চবি, চাকসু, চাকসু নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন