parbattanews

চার অপারেটর কিনলো ১০ হাজার ৬৪৫ কোটি টাকার স্পেকট্রাম

গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক এই চার অপারেটর কিনলো ১০ হাজার ৬৪৫ কোটি টাকার ফাইভজি স্পেকট্রাম।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১১ টা ৪০ মিনিটে নিলাম শুরু হয়ে তা শেষ হয়ে যায় সাড়ে ১২ টার দিকে।নিলামে গ্রামীণফোন ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম, রবিও ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে।

এছাড়া বাংলালিংক কিনেছে ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডে ৪০ মেগাহার্টজ। আর টেলিটক কিনেছে ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডে ৩০ মেগাহার্টজ স্পেকট্রাম। নিলামে দুই ব্যান্ড মিলে স্পেকট্রাম ছিলো ২২০ মেগাহার্টজ । এরমধ্যে বিক্রি হলো ১৯০ মেগাহার্টজ ।সবমিলে ১ হাজার ২৩৫ মিলিয়ন ডলার যা টাকায় ১০ হাজার ৬৪৫ কোটি টাকা ।

এবারে রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ নামে নিলাম অনুষ্ঠিত হয়। মূলত ফাইভজি চালুর জন্য এই স্পেকট্রাম নিলাম হলো। তবে এ নিলামের স্পেকট্রাম ফোরজি নেটওয়ার্ককে আরও সমৃদ্ধ ও সম্প্রসারণে ব্যবহারের পরিকল্পনায়ও গুরুত্ব দেয়া হচ্ছে।মোট ২২ ব্লকে স্পেকট্রাম নিলাম হয়েছে।

এরমধ্যে ২ দশমিক ৩ গিগাহার্টর্জে ১০টি ব্লক এবং ২ দশমিক ৬ গিগাহার্টজে ১২ টি ব্লক ছিলো।প্রতি ব্লকে ১০ মেগাহার্টজ করে স্পেকট্রাম নিলাম হয়েছে। নিলামে প্রতি মেগাহাটর্জ স্পেকট্রামের ফ্লোর প্রাইস বা বেইজ প্রাইস ছিলো ৬ মিলিয়ন ডলার, টাকার হিসাবে যা ৫১ কোটি ৯০ লাখের একটু বেশি।

Exit mobile version