parbattanews

চার ঘন্টা পর বান্দরবান-রাঙ্গামটি সড়ক যোগাযোগ স্বাভাবিক

Bandarban pic-15

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:

বান্দরবানে কাল বৈশাখী’র ঝড়ো বাতাসে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি ও গাছ ভেঙ্গে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে আসে।পুলিশ ও দমকল বাহিনী জানায়, সোমবার সকালে সাড়ে নয়টার সময় হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যায় বান্দরবানে।

বৃষ্টির সময় ঝড়ো বাতাসে শহরের বালাঘাটা ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজের সামনে বান্দরবান-রাঙ্গামাটি প্রধান সড়কের উপর একটি বড় গাছ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায় এবং বালাঘাটা সহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়।

এছাড়াও শহরের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে বিদ্যুত বিভাগ, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দীর্ঘ চার ঘন্টা গাছ কেটে ও বিদ্যুতের খুঁটির তার সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।পৌর কাউন্সিলর আবুল খায়ের আবু বলেন, ঝড়ো বাতাসে বালাঘাটা’র বিভিন্নস্থানে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙ্গে রাস্তার উপর পড়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিক উল্লাহ জানান, কাল বৈশাখীর ঝড়ো হাওয়ায় বিভিন্নস্থানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সড়কের উপর থেকে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি সরানোর কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।

 

Exit mobile version