চাষিদের থেকে সরকারিভাবে লবন কিনতে হবে: নির্বাচনী জনসভায় হামিদ আজাদ


কক্সবাজার-২ আসনের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, বর্তমানে লবণের দাম লোকসানের পর্যায়ে পৌঁছেছে। সরকারের মাধ্যমে চাষিদের থেকে লবন ক্রয় করতে হবে। লবণের ন্যায্য দাম নিশ্চিত করতে পারলেই লবন উৎপাদন সার্থক হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় লেমশীখালী চৌমুহনী বাজারে কুতুবদিয়ায় নির্বাচনী প্রথম পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় আবু মুছা সিকদারের সভাপতিত্বে বক্তৃতা রাখেন জামায়াত নেতা মাষ্টার শফিউল্লাহ কুতুবী, আবু হেনা মোস্তফা কামাল, সভাপতিও আবু মুছা কুতুবী, আ স ম শাহরিয়ার চৌধুরী, গোলাম কবির, সাবেক ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার প্রমুখ।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুব দিয়া, নির্বাচনী প্রচারণা
Facebook Comment
















