parbattanews

চিং‌ড়ি মাছ নি‌য়ে ফেইসবুকে পোষ্ট, ‌সে‌ক্রেটারীসহ আহত ৮

চিং‌ড়ি মা‌ছে জেল দেয়া নি‌য়ে ফেইসবুকে পোষ্ট দেয়া‌কে কেন্দ্র করে বান্দরবান মাছ বাজারের দু `পক্ষের সংঘর্ষে সে‌ক্রেটারী র‌ফিকসহ ৮জন আহত হ‌য়ে‌ছে।

আহতরা হ‌চ্ছেন মাছ ব‌্যবসায়ীর সে‌ক্রেটারী মো. র‌ফিক, ব‌্যবসায়ী শুক্কুর, আফসার, বাপ্পি, দুলাল, সিরাজ, আমিন ও রুবেল।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে মাছ বাজা‌রে এ ঘটনা ঘটে। মাছ ব‌্যবসায়ীরা জানায়, গত ক‌য়েক‌দিন ধ‌রে “বান্দরবানবাসী” এর আই‌ডি‌তে চিংড়ি মাছে জেল মিশা‌নো নি‌য়ে ২টি পোষ্ট দেয়া হয়। সর্বশেষ গতকাল সোমবার (২৭‌ ডি‌সেম্বর) এক‌টি পোষ্ট দেয়া হ‌লে মাছ ব‍্যবসায়ীরা অপর গ্রু‌পের মাছ ব‌্যবসায়ী শুক্কুরকে সন্দেহ করে জিজ্ঞাসা ক‌রে। কিন্তু শুক্কুর বিষয়‌টি অস্বীকার এবং চ‍্যালেঞ্জ করে। তা নি‌য়ে কথা কাটাকাটির এক পর্যা‌য়ে মাছ ব‍্যবসায়ী দুলাল ও শুক্কুরের মধ‍্যে হাতাহাতি হয়। এ খব‌রে দুলাল ও শুক্কুরের দু গ্রু‌পের ম‌ধ্যে সংঘর্ষ বা‌ধে। এ‌তে মাছ ব‌্যবসায়ীর সে‌ক্রেটারীসহ ৮জন মাছ ব‌্যবসায়ী আহত হয়। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে এবং আহত‌দের উদ্ধার ক‌রে সদর হাসপাতাল ভ‌র্তি ক‌রে।

এ ব‌্যাপা‌রে মাছ ব‌্যবসায়ীর সেক্রেটারি মো. র‌ফিক জানায়, মারামা‌রি খবর পে‌য়ে আ‌মি ছু‌টে গি‌য়ে মারামা‌রি থামা‌নোর চেষ্ঠা ক‌রি। এসময় তা‌দের হামলায় আ‌মিও আহত হ‌য়ে‌ছি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ব‌লে, মাছ বাজারে ব‍্যবসায়ীদের মধ‍্যে সংঘর্ষের খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আ‌নে। ত‌বে এখ‌নো কেউ কোন অ‌ভি‌যোগ ক‌রে‌নি। বিষয়‌টি তদন্ত ক‌রে ব‍্যবস্থা নেয়া হবে ব‌লেও জানান তি‌নি।

Exit mobile version