parbattanews

কাউকে বাদ দিয়ে আমরা বাংলাদেশের কথা চিন্তা করিনা: শান্তিচুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, পার্বত্য শান্তিচুক্তি পুর্ণ বাস্তবায়নে কাজ করছে সরকার। আমরা চাই সারা বাংলাদেশকে নিয়ে একসঙ্গে উন্নয়ন করতে। আমরা সবাই মিলেই বাংলাদেশ। কাউকে বাদ দিয়ে আমরা বাংলাদেশের কথা চিন্তাও করিনা। সবাই ভাই ভাই হয়ে আমরা চলতে চাই।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় বান্দরবানের থানচি থানা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সীমান্ত রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য সীমান্ত সড়কের কাজ করছি। এই কাজ সম্পন্ন হলে বান্দরবানসহ পাহাড়ের উন্নয়ন বৃদ্ধি পাবে। আগামী প্রজম্ম বান্দরবানের পর্যটনের প্রতি আকৃষ্ট হবে।

এর আগে মন্ত্রী হেলিকপ্টারযোগে থানচি বিজিবি সদর দপ্তরে অবতরণ করলে তাঁকে ফুলের তোড়া নিয়ে বরণ করে নেন বিজিবির বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল নাহিদুল ইসলাম গাজী। পরে মন্ত্রী নব নির্মিত থানা ভবন এলাকায় পৌছলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার মন্ত্রীকে স্বাগত জানান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল উপস্থিত ছিলেন।

বিকালে মন্ত্রী বাগলাই রোড় পরিদর্শন করেন। শুক্রবার সকালে রেমাক্রি পরিদর্শন শেষে বিকালে ঢাকায় ফেরার কথা রয়েছে মন্ত্রীর।

Exit mobile version