parbattanews

চির নিদ্রায় পানছড়ি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাকির হোসাইন

Principal PIC

শাহজাহান কবির সাজু:
খাগড়াছড়ি জেলার পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাকির হোসাইন সোমবার বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষকদের সাথে আলাপকালে জানা যায়, বেলা আড়াইটার দিকে মাদ্রাসার বিভিন্ন ক্লাশ পরিদর্শন শেষে নিজ অফিস কক্ষের সামনে এসেই বুকে ব্যাথা অনুভব করে দুটি চিৎকার করেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। সাথে সাথে সহকর্মীরা পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: মো: রোকন উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। এ খবরে পুরো পানছড়ি এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। এ সময় ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ পানছড়ি সর্বস্তরের জনগন এক নজর দেখার জন্য ছুটে আসে পানছড়ি মাদ্রাসা এলাকায়।

সোমবার আসরের নামাজ শেষে পানছড়ি মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।

উল্লেখ্য পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাকির হোসাইন ১/১/৮৯ সালে অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে যোগদান করে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত সুনামের সহিত প্রতিষ্ঠানটিকে আগলে রেখেছিলেন।

Exit mobile version