চীনা নেতৃত্বাধীন সাংহাই সহযোগিতা জোটে যোগ দিল সৌদি আরব

fec-image

সৌদি আরব ‘সংলাপ সহযোগী’ হিসেবে চীনা নেতৃত্বাধীন নিরাপত্তা জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে সম্মত হয়েছে। এটা চীনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও নিবিড় করার সর্বশেষ ইঙ্গিত।

বুধবার (২৯ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগী রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংগঠন হিসেবে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। চীন ছাড়াও এ সংগঠনের আট সদস্যের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান।

সৌদি  আরবেসৌদি আরবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, প্রধানমন্ত্রী সালমানের সভাপতিত্বে গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। চীনের উদ্যোগে এগিয়ে যাওয়া ওই সংস্থায় মিসর, ইরান ও কাতারও যুক্ত হচ্ছে, যারা হয় পর্যবেক্ষক নয় সংলাপ সহযোগী হবে।

বেইজিং ব্লকের সঙ্গে রিয়াদের সহযোগী হওয়ার এ পদক্ষেপ চীনের মধ্যস্থতায় সউদী-ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার মাত্র তিন সপ্তাহের কম সময়ের মধ্যে এলো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চীন, সাংহাই সহযোগিতা জোট, সৌদি আরব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন