parbattanews

চীনে ভয়াবহ ভূমিকম্প নিহত ৩২, আহত ৪ শতাধিক

 

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৩২ জন নিহত এবং ৪ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় ভূতাত্ত্বিকদের মতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে ৬ দশমিক ৬।

স্থানীয় বার্তা সংস্থা সিংহুয়ার মতে, ইতোমধ্যেই ৩২ জনের মৃতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত ৪ শতাধিক বলে বার্তা সংস্থাটি উল্লেখ করেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশাঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় ভূতাত্ত্বিকদের মতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৬।

উল্লেখ্য, সিচুয়ান প্রদেশটির চীনের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা।

Exit mobile version