parbattanews

চীন ও যুক্তরাষ্ট্রের বিশ্বের দায়িত্ব ভাগ করা উচিত: শি জিন পিং

গতকাল শুক্রবার রাশিয়া এবং ইউক্রেনে চলমান সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভিডিও কলে আলাপকালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের বিশ্বের দায়িত্ব ভাগ করা উচিত। এ দুই রাষ্ট্র প্রধানের মধ্যে প্রায় দুই ঘণ্টা আলাপ হয়েছে বলে জানায় হোয়াইট হাউজ।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি’র বরাত দিয়ে এনডিটিভি জানায়, এ ভিডিও আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন।তবে রাশিয়ার আক্রমণের নিন্দার বিষয়টি পাশ কাটিয়ে মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে জিন পিং বলেছেন, এ যুদ্ধ কারো স্বার্থ রক্ষা করবে না।

তবে তাৎক্ষণিক ভাবে স্পষ্ট হওয়া যায়নি চীনের প্রেসিডেন্ট ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এ হামলা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন বা ক্রেমলিনের ওপর পশ্চিমাদের চাপ প্রয়োগে সহায়াতার ইচ্ছা প্রকাশ করেছেন কিনা।

Exit mobile version