চেয়ারম্যানের চু‌রি করা হতদ‌রিদ্রদের চাল ইউএনও’র হস্ত‌ক্ষে‌পে উদ্ধার

fec-image

হতদ‌রিদ্রদের ৩৩৪বস্তা চাল চু‌রির অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে রুমার ৩নং রেমাক্রী প্রাংসা ইউ‌নি‌য়নের ইউ‌পি চেয়ারম‌্যান জিরা বম এর বি‌রুদ্ধে। প‌রে খবর পে‌য়ে রুমার উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার নি‌র্দেশে ৩৩৪বস্তা চাল ফি‌রি‌য়ে দি‌য়ে‌ছে ইউ‌পি চেয়ারম‌্যান জিরা বম।

জিরাবম ৩নং রেমাক্রী প্রাংসা ইউ‌নিয়‌নের বর্তমান চেয়ারম‌্যান ও তৃতীয় ধা‌পে নির্বাচ‌নের জন‌্য আওয়ামী লীগ থে‌কে ম‌নোনয়ণ প্রাপ্ত চেয়ারম‌্যান প্রার্থী।

মঙ্গলবার (২ন‌ভেম্বর) রা‌তে উদ্ধার হওয়া ৩৩৪বস্তা চাল গুদা‌মে রে‌খে তালা দি‌য়ে‌ছে ইউএনও।

স্থানীয় ও প্রশাসন সূ‌ত্রে জানা‌গে‌ছে, গেল অ‌ক্টোবর মা‌সের হতদ‌রিদ্রদের ভি‌জি‌ডির ৩৩৪ বস্তা চাল বিতরণ না ক‌রে তা চু‌রি ক‌রে রে‌খে দেয় ৩নং রেমাক্রী প্রাংসার ইউ‌পি চেয়ারম‌্যান জিরা বম। বিষয়‌টি রুমার ইউএনও জানার পর দ্রুত চু‌রি করা চাল ‌ফেরত দি‌তে বল‌লে মঙ্গলবার রা‌তে চাল ফেরত দেয় চেয়ারম‌্যান। প‌রে তা গুদা‌মে রে‌খে তারা মে‌রে দেয় ইউএনও।

এ বিষ‌য়ে ৩নং রেমাক্রী প্রাংসার ইউ‌পি মেম্বার র‌মেশ ত্রিপুরা ব‌লেন, চাল চু‌রির ব‌্যাপা‌রে আমার জানা নেই। কত বস্তা চাল তাও জা‌নিনা। ত‌বে চেয়ারম‌্যান বল‌ছে আজ রা‌তে চা‌লের বস্তা আস‌বে, তা ঠিকমত বু‌ঝি‌য়ে দি‌তে।

ভি‌জি‌ডির চাল চু‌রির বিষয়‌টি অস্বীকার ক‌রে রেমাক্রী প্রাংসার ইউ‌পি চেয়ারম‌্যান ‌জিরা বম ব‌লেন, এগু‌লো আ‌মি বান্দরবান সদ‌রে রে‌খে ছিলাম প‌রে বিতরণ কর‌ার জন‌্য। এর আ‌গেই হৈ‌চৈ হ‌য়ে গে‌ছে। তাই চালের বস্তা গু‌লো বান্দরবান থে‌কে রুমা নি‌য়ে এ‌সে‌ছি।

এ বিষ‌য়ে রুমার উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী ব‌লেন, হতদ‌রিদ্রদের ৩৩৪বস্তা চাল উপকার‌ভোগী‌দের মা‌ঝে বিতরণ না ক‌রে রুমার ৩নং রেমাক্রী প্রাংসা ইউ‌পির চেয়ারম‌্যান তা নি‌জের কা‌ছে রে‌খে দি‌য়ে‌ছে। এমন খবর পে‌য়ে ভি‌জি‌ডির চালগুলো উদ্ধার ক‌রে গুদা‌মে রে‌খে তালা মে‌রে রে‌খে‌ছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন