parbattanews

চোরাচালানকালে ধাওয়া করে ৩ হাজার প্যাকেট বার্মিজ সিগারেট আটক করেছে বিজিবি

22-9

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের ৩৪ বিজিবি’র অধীনস্থ রেজুখাল যৌথ চেকপোষ্ট কর্তৃক মিয়ানমার-এর নিম্নমানের সিগারেটের চোরাচালান আটক করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর রেজুখাল যৌথ চেকপোষ্ট-এর নম্বর-৪৪৩১৬ হাবিলদার মো: হাবিবুর রহমান এর নেতৃত্বে কর্তব্যরত সদস্যগণ টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজিকে থামানোর সংকেত দেয়। উক্ত সিএনজিটি থামানোর সংকেত পাওয়ার পরও দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হতে থাকলে বিজিবি সদস্যগণ ০২ টি মটর সাইকেল যোগে ধাওয়া করে। এতে করে  সিএনজিটি চোরাচালানকারীরা হিমছড়ি পুলিশ ফাঁড়ি’র নিকট ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্যহয় চালক।

এদিকে সিএনজিটি তল্লাশী করে প্রায় ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ৩০০০ প্যাকেট বার্মিজ নিম্নমানের সিগারেটসহ সিএনজিটি জব্দ করে বিজিবি। আটককৃত মালামাল এর আনুমানিক মূল্য প্রায় ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা।

আটককৃত মালামাল রামু থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবি সূত্রে জানা যায়।

Exit mobile version