parbattanews

ছিন্নমূল পথশিশুদের খৎনা ক্যাম্প উদ্বোধন

ছৈয়দ আলম, কক্সবাজার:

কক্সবাজার শহরের ছিন্নমূল পথশিশুদের খৎনা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

এই ক্যাম্পে পর্যায়ক্রমে ৫০ জন ছিন্নমূল পথশিশুকে খৎনা করানো হয়।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও কক্সবাজার প্রেসক্লাবের সহায়তায় এটি বাস্তবায়ন করেছে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত পথশিশুদের কল্যাণমূলক সংগঠন ‘নতুন জীবন’।

শনিবার(২৫ নভেম্বর) সকাল ১০ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ’র সভাপতি ও কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পু চ নু, সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপরিচালক জেসমিন আক্তার, বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান, নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল ইসলাম রাশেদ প্রমুখ।

প্রথমদিন ৫জন পথশিশুকে খৎনা করা হয়। পরবর্তী পর্যায়ে ৫০ জন পথশিশুর খৎনা করা হবে বলে জানা যায়।

বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ডক্টরস চেম্বারে খৎনা প্রক্রিয়া চলে।

Exit mobile version