parbattanews

ছেলেদের ব্যাগে রাখেবেন এই জিনিসগুলো

মেয়েরা তাদের ব্যাগে দরকারি জিনিসপত্র রাখেন। কিন্তু ছেলেরা সঙ্গে একটা ওয়ালেট তাই রাখতে চাননা। কিন্তু চিরনী সব ছেলেই রাখেন। শুধু চিরুনী নয় সঙ্গে আরো কিছু জিনিস রাখা উচিৎ। শুধু টিফিন ক্যারিয়ার আর চিকন চিরুনি পকেটে নিয়ে বাইরে বেরোনোর দিন শেষ। দেখে নিন পরিপাটি থাকতে যেসব জিনিস থাকা উচিত ছেলেদের ব্যাগে-

পারফিউম

মুড ভাল রাখতে সাহায্য করবে পারফিউম। ঘামের দুর্গন্ধ ও চ্যাটচ্যাটে ভাব দূর করে তরতাজা করে তুলবে আপনাকে।

গ্রুমিং কিট

একটা চিরুনি তো সবার পকেটেই থাকেই। এবার চিরুনি রাখুন ব্যাগে। সঙ্গে যোগ করুন আয়না আর ট্রিমার। গ্রুমিং কিট-এ এই তিনটে জিনিস থাকা মাস্ট।

হেডফোন/বই

যারা গান শুনতে ভালবাসেন, যাত্রাপথে গান শোনার জন্য রাখুন একটা হেডফোন। আর যদি পড়তে ভালবাসেন তাহলে রাখুন বই।

হ্যান্ড স্যানিটাইজার

এটি অবশ্য নারী পুরুষ সবারই দরকার। জিম বা টয়লেটে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বিশেষ করে জিমে একই মেশিন একাধিক লোক ব্যবহার করেন। তা থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ওয়ার্কআউট শুরু করার আগে জিম মেশিনে স্যানিটাইজার স্প্রে করুন।

মাউথ ফ্রেশনার স্প্রে

কিছু কিছু খাবারে মুখে দুর্গন্ধ হয়ে থাকে। ভাবুন, পেঁয়াজ খাওয়ার পর যদি আপনার মিটিং থাকে তা হলে? তাই ব্যাগে আপনার সবসময় রাখুন মিন্ট স্প্রে বা মাউথ ফ্রেশনার স্প্রে।

Exit mobile version