ছেলেধরা গুজব নিয়ে খাগড়াছড়ি পুলিশ সুপারের প্রেস ব্রিফিং; ব্যাপক সচেতনতামূলক প্রচারণা

fec-image

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেছেন, একটি চিহিৃত মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ছেলেধরা গুজব ছড়িয়ে জনমনে আতংক সৃষ্টি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিকরা তাদের প্রচার মাধ্যমে বড় ভূমিকা রাখতে পারে ।

বুধবার (২৪ জুলাই) সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং-এ এমন মন্তব্য করে তিনি বলেন, ছেলেধরা গুজবে আতংক না হতে খাগড়াছড়িতে পুলিশের উদ্যোগে গুজবে আতঙ্কিত না হতে গ্রামে-গঞ্জে, স্কুল পর্যায়ে সচেতনতামূলক সভা ও মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। যার কারণে খাগড়াছড়িতে এখনো পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সারাদেশের একটি স্বার্থন্বেষি মহল ছেলেধরা গুজব ছড়িয়ে জনমনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। সভায় তিনি কোথাও কোন অস্বাভাবিক কাউকে দেখলে পুলিশকে অবহিত করতে অনুরোধ জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন ও খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার রওনক আলমসহ জেলা সদরে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পুলিশ সুপার, মোহাঃ আহমার উজ্জামান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন