parbattanews

ছেলের দেয়া আগুনে পুড়ল বাবার ঘর

কক্সবাজারের ঈদগাঁওতে ছেলের দেয়া আগুনে পুড়ে ছাই হল বাবার ঘর। বাবা-ছেলের বিরোধের জেরে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্রসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৫টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম নাই্যক্ষ্যংদিয়া এলাকার এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের শিকার বসতঘরের মালিক জামাল হোসেন জানান, তার ছেলে ওসমান গনির স্ত্রীর বেপরোয়া আচরণ ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় ছেলে ও ছেলে বউয়ের সাথে তার সম্পর্কের অবনতি হয়। এর জেরে ২-৩ মাস আগে ছেলের বউ বাপের বাড়ি চলে যায়। ঘটনার দিন দুপুরে ছেলের বউ বাড়িতে ফিরে আসলে শ্বশুর জামাল হোসেন হোসেন বাধা দেন।

এ ঘটনা স্ত্রী স্বামী ওসমান গনিকে মোবাইলে জানালে ছেলে ক্ষিপ্ত হয়ে বাড়ির চারদিকে জ্বালানি ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে
মুহূর্তের মধ্যেই বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও বাড়িটি রক্ষা করতে পারেনি প্রতিবেশীরা।

বসতঘর মালিক হাফেজ জামাল হোসেন জানান, ছেলের দেয়া আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনা পরবর্তী ছেলে ওসমান গণি গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলম জানান, বাবা-ছেলের বিরোধের জেরে ছেলে ওসমান গনি বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে শুনেছি। তবে ক্ষতির শিকার বসতঘর মালিকের সাথে কথা বললে আসল ঘটনা জানতে পারব।

 

Exit mobile version