ছোট মহেশখালীতে স্বতন্ত্র প্রার্থী রিয়ান সিকদার ইউপি চেয়ারম্যান নির্বাচিত

fec-image

কোন ধরণের সংঘাত ছাড়াই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জেলার একমাত্র নির্বাচন ছোট মহেশখালী ইউপি নির্বাচন শেষ হয়েছে ৷ ৭ ফেব্রুয়ারি সকাল হতে ছোট মহেশখালীর প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয় ৷ পাশাপাশি ভোটারদের মাঝে উৎসবের আমেজ ছিলো দেখার মতো। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ৷

মোট ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৩৯৪১ ভোট পেয়ে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের রিয়ান সিকদার৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের বাঁশি পেয়েছেন ৩৩৪৯ ভোট ৷ ৫৯২ ভােটের ব্যবধানে রিয়ান সিকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

অপরাপর চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মাস্টার এনামুল করিম পেয়েছেন ১১৬৮ ভোট, আনারস প্রতীকের মো. আব্দু সামাদ ৩১৪৮ভোট, চশমা প্রতীকের জিহাদ বিন আলী পেয়েছেন ১১৬৩ ভোট ৷

অপরদিকে পুরুষ সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে ফরিদুল আলম ৬৬০ ভোট,, ২নং ওয়ার্ডে মকত্তুল হোসেন ৬৭৪ ভোট, ৩নং ওয়ার্ডে এস এম মুফিজুল হক খোকন ৮১২ ভোট, ৪নং ওয়ার্ডে রাহামত আলম ৩৪১ ভােট, ৫নং ওয়ার্ডে ছৈয়দুল করিম ৬৩৫ ভোট, ৬নং ওয়ার্ডে, ৭নং ওয়ার্ডে মো. সেলিম ৩৯৪ ভোট, ৮নং ওয়ার্ডে ৪০০ ভোট, ৯নং ওয়ার্ডে সুজন কান্তি দে ৭৩৩ ভোট।

সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন- ১,২,৩নং ওয়ার্ডে, লুৎফুন নেচ্ছা ২৩০৬ ভােট, ৪,৫,৬নং ওয়ার্ডে বুলবুল আক্তার ২০২০ ভোট পেয়ে, ৭,৮,৯নং ওয়ার্ডে নুর জাহান বেগম ৯৩৮ ভােটে বিজয়ি হয়েছে।

সন্ধা সাড়ে ৭টায় উপজেলা মিলনায়তনে রিটানিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল ফলাফল ঘোষণা করেন। সকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মামুনুর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ রফিকুল ইসলাম, জাহেদুল ইসলাম, ইউএনও সাইফুল ইসলাম, ওসি মো. আব্দুল হাই পিপিএম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন