parbattanews

ছোট মহেশখালী ইউপি নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারন সদস্য পুরুষ ৪১ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১ জনসহ সহ মোট ৪৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বুধবার (১২ জানুয়ারি) ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের দলীয় সর্মথক সহ উপজেলা নির্বাচন অফিসে এসে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মহেশখালী উপজেলার বহুল আলোচিত ইউনিয়ন হিসাবে বেশ কয়েকবার তারিখ পরির্বতন হওয়ার পর অবশেষে শেষ ধাপে নির্বাচনের তফসিল ঘোষনা করার পর থেকে ছোট মহেশখালীতে উৎসবের নগরী হয়ে উঠেছে।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এনামুল করিম, বিএনপি সর্মথিত স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাশি, স্বতন্ত্র প্রার্থী রিয়ান সিকদার, স্বতন্ত্র প্রার্থী শাহারিয়া চৌধুরী, বর্তমান চেয়ারম্যান জিহাদ বীন আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল মোস্তফা সহ মোট ৭ জন।

মহেশখালী উপজেলার পাহাড়ঘেরা এই ইউনিয়নে তবে নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী স্বতন্ত্র প্রার্থী রিয়ান সিকদার, নৌকা মার্কার এনামুল করিম ও স্বতন্ত্র প্রার্থী সিরাজুল মোস্তফা বাশির মধ্যে হাড্ডহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসীর অভিমত।

ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার রয়েছে ১৭হাজার ৫৬৭ জন। আগামী ১৫ জানুয়ারি প্রার্থীদের যাচাই বাচাই , ২২ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ২৩ জানুয়ারি প্রতিক বরাদ্ধ ও আগামী মাসের ৭ ফ্রেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মর্কতা বিমলেন্দু কিশোর পাল।

Exit mobile version