parbattanews

ছয় পা নিয়ে পানছড়িতে ছাগল ছানার জন্ম

ছয় পা নিয়ে পানছড়িতে এক ছাগল ছানার জন্ম হয়েছে। ছানাটির পায়ুপথ রয়েছে দুটি। উপজেলার ইসলামপুর গ্রামের হিল আনসার সদস্য মো. বেলাল হোসেনের বাড়িতে এই বিরল ছানাটির জন্ম। ছানাটিকে এক নজর দেখার জন্য ছুটে আসছে উৎসুক দর্শণার্থী।

বেলাল হোসেন জানান, চারদিন আগে পালিত ছাগলটি দুটো ছানা প্রসব করে। প্রথম ছানাটি ছয় পা নিয়ে জন্ম নিলেও দ্বিতীয় ছানাটি সম্পুর্ণ স্বাভাবিক। বর্তমানে ছানা দুটি সুস্থ্য ও স্বাভাবিক থেকে মায়ের দুধ পান করছে।

পানছড়ি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (অতি: দায়িত্ব) ডা: সরকার আশরাফুল ইসলাম জানান, এরকম অ-স্বাভাবিক ছানা জন্ম নেয় মূলত: জন্মগত ত্রুটির কারণে। ছয় পা বিশিষ্ট ছাগলছানা জীবনে এই প্রথম দেখেছে বলে উৎসুক দর্শণার্থীর দাবি।

Exit mobile version