parbattanews

জগতের সকল প্রাণীর সুখ-শান্তি কামনায় খাগড়াছড়িতে শুরু বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা

img_20161014_150636-copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয়  উৎসব প্রবারণা পূর্ণিমা। তিন মাস ব্যাপী বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস জ্ঞাপনের সমাপ্তি করে প্রবারণার দিন বৌদ্ধ বিহার থেকে নিজ সংসারে ফিরেন শীল পালনকারীরা। তাই এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুক্রবার সকাল থেকে ধর্মপুর আর্য বনবিহারে সারাদিন ব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয়  উৎসব প্রবারণা উদযাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা। ধর্মীয় সংগীত ও পঞ্চশীল প্রার্থনার মাধ্যমে শুরু হয় প্রবারণার অানুষ্ঠানিকতা। বৌদ্ধ ভিক্ষুরা ভক্তদের ধর্মীয় বিষয়ে দেশনা দেন। সন্ধায় ৮৪ হাজার প্রদীপ প্রজ্বলন করে এবং আকাশ প্রদীপ উত্তোলণের মাধ্যমে প্রবারণার সমাপ্তি ঘটে।

ধর্মপুর আর্য বনবিহারের প্রধান অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবির ভান্তে বলেন, জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনা করে মহামতি বৌদ্ধের দেখানো পথ অনুসরণ করে প্রবারনা উদযাপন করা হয়ে থাকে।

Exit mobile version