parbattanews

জঙ্গীগোষ্ঠির নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্তহত্যাকারীদের প্রতিরোধ করতে জাসদ’র আহ্বান

jasad-nc-copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বান্দরবান জেলা শাখা’র উদ্যোগে জঙ্গি-সঙ্গীর বিচার দাবীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা জাসদের সভাপতি সুযশময় চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বাবুল।  সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মো: হোসেন, উপজেলা জাসদের সভাপতি মাষ্টার ফারুখ আহমদ, সহ-সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক রুপন নাথ, সাংগঠনিক সম্পাদক ছালামত উল্লাহ, সদস্য হারুন।

মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তারা বলেন, যেকোন মূল্যে সাম্প্রদায়িক জঙ্গীগোষ্ঠির নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্তহত্যাকারীদের প্রতিরোধ করবে জাসদ। এজন্য সকল স্থরের জনগণকে জাসদের পতাকাতলে জড়ো হওয়ার আহ্বান জানানও জানান বক্তারা।

Exit mobile version