parbattanews

জনকল্যাণমুখী বাজেটই জনগণের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারে

25.05.2017_Matiranga UP Budget NEWS Pic.

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

‘জনগণের জন্য বাজেট’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টার সময় মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম. মশিউর রহমান।

সরকারি উন্নয়নকাজে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম. মশিউর রহমান বলেন, বাজেট হতে হবে গণমুখী। জনকল্যাণমুখী বাজেটই জনগণের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জনগণকে কর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি সেবা নেব কিন্তু কর দেবনা তা হওয়া উচিত না। সেবা নিশ্চিত করতে হলে ইউনিয়নের অধিবাসীদের নিয়মিত হোল্ডিং ট্যাক্স দিতে হবে।

বাজেট অধিবেশনের শুরুতেই ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা।

বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব রোনাল চাকমা। বাজেটের উপর মাটিরাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোকোনাথ ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মলেন্দ্র লাল ত্রিপুরা, ৫নং ওয়ার্ডের মেম্বার দিপার মোহন ত্রিপুরা, ২নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার হেমালী ত্রিপুরা প্রমুখ।

বাজেট অধিবেশনে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ধর্মীয় নেতৃবৃন্দ ও পাড়া কার্বারীগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version