parbattanews

জনগণ পাশে থাকলে অপরাধ নির্মূল করা সম্ভব: বান্দরবান পুলিশ সুপার

বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম বলেছেন,  জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এই অবস্থায় কমিউনিটি পুলিশের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষের সহযোগিতা পেলে সমাজ থেকে মাদক নির্মূল, নারী-শিশু ধর্ষণ, নির্যাতন, বাল্য বিয়েসহ নানা অপরাধ রোধ করা সহজ হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বান্দরবান সদর থানায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম এসব কথা বলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজা সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুছ ফরাজি, সদর উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আহমেদ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী, কমিউনিটি পুলিশ জেলা সভাপতি মংক্যচিং চৌধুরীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version