parbattanews

জনসচেতনতায় সীমান্তে মাদক পাচার ও সন্ত্রাস দমন করা সহজতর হবে

নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনদের সচেতনতা সৃষ্টির মাধ্যমে সীমান্তে সন্ত্রাস দমন, মাদক ও মানব পাচার বন্ধ করতে জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজকর্মীসহ অন্যান্যদের সম্পৃক্ত করা গেলে সুফল পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃস্পতিবার সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারের আবদুর রউফ হলে বিজিবির সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার উপর দিন ব্যাপী সেমিনার এসব বিষয়ে আলোচনা করা হয়।

সীমান্তে সন্ত্রাস দমনে জনসচেতনতা বৃদ্ধিতে সাধারণ জনগন, জনপ্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা শীর্ষক সেমিনারে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিসহ দেশের সীমান্তবর্তী জেলাগুলোর বিজিবি, পুলিশ, প্রশাসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কোস্ট গার্ড, র‌্যাব ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিন পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিব্রগডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসান, বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল ওয়লিউর রহমান, বিজিটিসিএন্ডএস এর কমান্ড্যান্ট কর্নেল লুৎফুল কবির ভূইয়া প্রমুখ

Exit mobile version