parbattanews

জমে ওঠেছে পানছড়ি বাজার উন্নয়ন কমিটির নির্বাচনী প্রচারণা

bazar-pic-copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজার এখন সরগরম। রোববার পার হয়ে সোমবার সকাল থেকেই ভোটগ্রহন শুরু হবে। তাই প্রার্থীরা সমর্থকদের সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দোকানে দোকানে আর বলে বেড়াচ্ছে ‘ভাই আমাকে দেখবেন’। দোকানীরাও হাত মিলিয়ে আশ্বাস দিচ্ছে আর বলছে ‘আরে আপনি ছাড়া আর যোগ্য কে আছে, আপনাকেই দেব’। খুশীতে আত্মহারা প্রার্থীরা ভোট গননা শেষ হলেই বুঝবে কে কাকে কতটুকু আশ্বাস দিল। এসব নির্বাচনী প্রচারণা পার করতে করতে শেষ পর্যন্ত নির্বাচন এখন অন্তিম মুহুর্তে। সোমবার সকাল আট’টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটার’রা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তাই ভোটারদের কদরের কমতি নেই।

পানছড়ি বাজার উন্নয়ন কমিটি’র নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের ভোটারের সংখ্যা ৭২২। এর মাঝে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে রয়েছে সাবেক সভাপতি হেদায়েত আলী তালুকদার ও চেয়ার প্রতীক নিয়ে লড়বে  সাবেক ইউপি সদস্য জয় প্রসাদ দেব। সাধারণ সম্পাদক পদে সাবেক সম্পাদক মো: হোসেন তালাচাবি অপরদিকে মো: আবুল কাশেম লড়বে মোরগ প্রতীক নিয়ে। সংগঠনিক পদে মো: জিয়াবুল হক হরিণ, মো: আবদুল্লাহ মোবাইল ও ফুটবল প্রতীক নিয়ে লড়বে মো: ইসমাইল হোসেন । অর্থ সম্পাদক পদে উদীয়মান তরুণ হোসেন শরীফ আম ও মো: আবুল হাসেম লড়বে মাছ প্রতীক নিয়ে।

এদিকে সদস্য পদ নিয়ে লড়াই হবে জমজমাট। এ পদে প্রবীনদের চেয়ে নবীন’রাই প্রচারনায় বেশী এগিয়ে। পোস্টার ও লিফলেট বিতরণেও নবীন’রা অগ্রগামী। এ পদে মো: ফজর আলী গোলাপফুল, মো: শাহআলম গরুর গাড়ী, সনজিত দেবনাথ চশমা, মো: ইউসুফ  মই, মো: সেলিম হাতপাখা, জয়নাল আবেদীন টেবিল ও  কাউসার আহমেদ সুমন লড়বে সাইকেল প্রতীক নিয়ে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবে পানছড়ি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অলক বড়ুয়া।

Exit mobile version