parbattanews

জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে টিকাদান বিষয়ক কাপ্তাইয়ে অবহিতকরণ সভা

অবহিতকরণে বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে টিকাদান বিষয়ক এক অবহিতকরণ সভা সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনির সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন।

অবহিতকরণ সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ তত্ত্ব বিভাগের কর্মকর্তা নাদিম মাহমুদ। এইসময় বিষয়ের উপর বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু।

অবহিতকরণ সভায় বক্তারা বলেন, কুকুরকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে জলাতঙ্ক হতে মুক্তি লাভ করতে হবে। এইছাড়া এই বিষয়ে তিন পার্বত্যঞ্চলে ইউনিয়ন পরিষদে প্রশিক্ষণ করা হবে।

অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এবং হেডম্যানরা অংশ নেন।

Exit mobile version