জাকির-শান্তর অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের স্বস্তির বিকেল

fec-image

ভারতের বিপক্ষে বাংলাদেশকে সিরিজের প্রথম টেস্ট জিততে হলে ৫১৩ রান করতে হবে। শুক্রবার (১৬ ডিসেম্বর) স্বাগতিক দল তৃতীয় দিন শেষ সেশনের শেষ আধাঘণ্টায় অসম্ভব সেই লক্ষ্য ছোঁয়ার মিশন শুরু করেছে।

তবে শেষ বিকেলে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর অবিচ্ছিন্ন জুটি কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে ১২ ওভার ব্যাটিং করে তারা বিনা উইকেটে ৪২ রান জমা করেছেন।

আগামীকাল শনিবার (১৭ ডিসেম্বর) সকালে এই দুইজন ৪৭১ রান পিছিয়ে থেকে নতুন করে শুরু করবেন।

এর আগে বাংলাদেশের চতুর্থ ইনিংসে ৫১৩ রান চেজ করার ইতিহাস নেই। তবে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৭ রানই সর্বোচ্চ তাড়া করে জয়ের রেকর্ড।

এজন্য ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিততে কিংবা ড্র করতে হলে তাই ইতিহাস গড়তে হবে। তবে ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তার খেলা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, বাংলাদেশ, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন