parbattanews

জাতিকে উন্নতি করতে হলে সুশিক্ষিত হতে হবে

rowangchari-pic-06-01

রোয়াংছড়ি প্রতিনিধি:

রোয়াংছড়িতে ২৪তম ত্রিপুরা ছাত্র ফোরাম বাংলাদেশ সংগঠন রোয়াংছড়ি উপজেলা শাখায় প্রথম বর্ষের পূর্তি উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা বলেন, জাতিকে উন্নতি করতে হলে উচ্চশিক্ষা লাভ করে সুশিক্ষিত হতে হবে। শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই, শিক্ষা জতির মেরুদণ্ড, জাতি ও ছাত্র সমাজকে টিকিয়ে রাখতে হলে শিক্ষার আলো থাকার প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকার উচ্চ শ্রেণী পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকে জ্ঞানার্জনে সুযোগ পেতে জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড থেকে উপবৃত্তি প্রদান করে থাকেন। আজকের ছাত্র আগামী দিনে নেতৃত্ব দিবেন। জাতির ভেদাভেদ না রেখে পরস্পরের ঐক্য হয়ে সহায়তা প্রদানের পরামর্শ দেন।

অনুষ্ঠানে যাকোব ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলার আওয়ামী লীগ সাবেক সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি ধীরেন ত্রিপুরা, রোয়াংছড়ি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আনন্দ সেন তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনম জয় তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক মংখিংসাই মারমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন জয় তঞ্চঙ্গ্যা প্রমূখ। এছাড়া জেলা, উপজেলা ও কেন্দ্রীয় মারমা ও তঞ্চঙ্গ্যা ছাত্র সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version