parbattanews

জাতিসংঘে বাংলা চাই আন্দোলনে খাগড়াছড়িতে শুরু হয়েছে অনলাইন ভোটিং ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ এ দাবিকে সামনে রেখে ‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে অনলাইন ভোটিং ক্যাম্পেইন।
এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজের হলরুমে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ।
ভাষা আন্দোলনকে ভিত্তি করেই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা প্রতিষ্ঠায় ‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগানকে সার্বজনীন আন্দোলনে রূপ দেয়া আহ্বান জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্রাচার্য্য খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি মো. নুরুল আজম প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version