parbattanews

জাতি গঠনে সু-শিক্ষার বিকল্প নেই: কুজেন্দ্র লাল ত্রিপুরা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, জাতি গঠনে সু-শিক্ষার বিকল্প নেই। এ সময় তিরি আরও বলেন, সন্তানদের প্রতি শিক্ষক, অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে। তাহলে আগামী প্রজম্ম দেশের কর্ণধার হিসেবে গড়ে উঠবে।

বুধবার সকালে খাগড়াছড়ির টাউন হল থেকে বেলুন উড়িয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের নানামূখী পদক্ষেপের কথা তুলে ধরে শিক্ষাখাতে কোন ধরনের অনিয়ম মানা হবে না বলেও হুশিয়ারী জানান।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অফিসার্স ক্লাব মিলনায়তনে খাগড়াছড়ির জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিক্ষা ও আইসিটি মুহাম্মদ আবুল হাশেম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার-ফাতেমা মেহের ইয়াসমিন প্রমুখ।

 

Exit mobile version