parbattanews

জাতীয় বক্সিংয়ে স্বর্ণ পদক পেলেন বান্দরবানের আবু বক্কর


নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন আয়োজিত জাতীয় জুনিয়র (অনুর্ধ১৬)বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ পদক পয়েছেন বান্দরবানের আবু বক্কর।

গতকাল সোমবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে চুড়ান্ত খেলায় ৪৮ কেজিতে খুলনার প্রতিযোগী গতবারের চ্যাম্পিয়ণ মো. রায়হানকে হারিয়ে স্বর্ণ পদক জিতে নেয় আবু বক্কর। সে বীর বাহাদুর বিদ্যা নিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাকে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষনের জন্য র্নিবাচিত করেছে বিকেএসপি কর্তৃপক্ষ।

এছাড়া ৪৫ কেজি শ্রেণিতে রুপা জিতেছে বান্দরবানের ক্ষুদে বক্সার সাং খুব বম। ৩৮ কেজি শ্রেণিতে ব্রোঞ্জ অর্জন করেছে ইউচিংনু মারমা, ৪২ কেজিতে নয়ণ ত্রিপুরা, ৫৭ কেজিতে সাংজাউ ফাং এবং ৩৫ কেজিতে প্রাণজল ত্রিপুরা। এরা বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এবং ডনবসকো উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

সোমবার বিএকএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা বক্সার দলের প্রশিক্ষক মাহফুজুর রশিদ বাচ্চু বলেন, বান্দরবানে বক্সারদের অনুশীলনের জন্য ভালো কোনো ব্যবস্থা নেই। তারপরেও বাচ্চারা নিজেদের চেষ্টায় ভালো করেছে। অংশগ্রণকারীদের মধ্যে প্রতিভাবান অনেক বক্সার রয়েছে। যারা প্রশিক্ষণ পেলে ভালো করবে।

এদিকে এক বার্তায় বিকেএসপি কাপ বক্সিংয়ে বিজয়ী সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

Exit mobile version