parbattanews

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে খাগড়াছড়িতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে কর্মশালা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় অনুষ্ঠিত সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার শওকত হোসেন জানান, আগামী ২৩ ডিসেম্বর জেলায় ৯শ ৯০ কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ১১ হাজার ৮৫০জন এবং ১২-৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৪২৫জনসহ ৯৫ হাজার ২৭৫জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। মাঠে কাজ করবে ১ হাজার ৯৮০জন স্বাস্থ্য কর্মী।

কর্মশালায় সাংবাদিক ছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

Exit mobile version