parbattanews

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাউখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Kawkahli News pic-2

কাউখালী প্রতিনিধি:

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জিপিএ-৫ প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এই উপলক্ষে সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালি, আলোনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা মেলার আয়োজন করে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী, এ্যানি চাকমা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী সদস্য নিংবাইউ মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, বিআরডিবি কর্মকর্তা অলি উল্লাহ খান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসিচিং মারমা প্রমূখ।

সভায় বক্তারা বলেন, শুধু প্রাইভেট নয় শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীদের মেধাবী হিসাবে গড়ে তুলতে হলে অভিভাবকদেরও সচেতনতা বাড়াতে হবে। তবেই জাতি সমৃদ্ধ সুনাগরিক তৈরি করতে পারবে। বক্তারা বলেন, শিক্ষার বুনিয়াদ প্রাথমিক শিক্ষা। শিক্ষার্থীদের প্রতিযোগী মানসিকতায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জনান।

সভা শেষে ২০১৫ সালে অনুষ্ঠিত উপজেলার ৬৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় অস্বচ্ছল কৃতি শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার।

Exit mobile version