parbattanews

জাতীয় শোক দিবসে অসহায়দের মাঝে ৪০ বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বলিয়ান ও উজ্জীবিত হয়ে বিজিবি জওয়ানরা সীমান্ত সুরক্ষাসহ আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে মন্তব্য করে ৪০, বিজিবির অতিরিক্ত পরিচালক এবং ভারপ্রাপ্ত অধিনায়ক মো. খসরু রায়হান বলেন, বিজিবি বরাবরই মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও দু:স্থদের পাশে থেকেছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানুষের পাশে থাকবেে।

রোববার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি’র দায়িত্বপ্রাপ্ত এলাকায় দু:স্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গুইমারা সেক্টরের অধীন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি এ কর্মসূচির আয়োজন করে।

পরে খেদাছড়া জোনের হেলিপ্যাড মাঠে অর্ধশতাধিক দু:স্থ অসহায় মানুষের মাঝে চাল, আটা, ডাল, চিনি, তৈল, লবণসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০, বিজিবির অতিরিক্ত পরিচালক এবং ভারপ্রাপ্ত অধিনায়ক মো. খসরু রায়হান।

খাদ্যসামগ্রী বিতরণ কালে করোনা সংক্রমণ রোধে বাধ্যতামুলক মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান ৪০, বিজিবির অতিরিক্ত পরিচালক এবং ভারপ্রাপ্ত অধিনায়ক মো. খসরু রায়হান।

Exit mobile version