parbattanews

জাতীয় শোক দিবসে খাগড়াছড়িতে বিশেষ মোনাজাত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে দিনব্যাপী জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বাদ আসর বিকাল ৫টায় উক্ত ট্রেনিং সেন্টারের হলরুমে আলোচনা অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং মিলাদ শেষে ১৯৭৫ সালের এই দিনে শাহাদাৎ বরনকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন এএসটিসি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান।

উক্ত আলোচনা অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন অত্র ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি জনাব মো. আওরঙজেব মাহবুব পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক সহ অন্যান্য সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ।

এছাড়াও সন্ধ্যা ৭টায় প্রতিষ্ঠানের সকল প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের উপর এক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Exit mobile version